নিশ্চিত হার থেকে বেঁচে গেলো রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাগের বিপক্ষে ২-২ গোলের ড্র করেছে রিয়াল মাদ্রিদ। বুধবার (২ অক্টোবর) নিজেদের ঘরের মাঠে ম্যাচটিতে প্রথমার্ধেই ২-০ পিছিয়ে যায় রিয়াল।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় তারা। ফলে নিশ্চিত হার থেকে বেঁচে যায় রিয়াল। এর ফলে দুই ম্যাচ থেকে এক পয়েন্ট সংগ্রহ করেছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচটিতে রিয়ালের হয়ে গোল করেছেন সার্জিও রামোস ও ক্যাসিমিরো। আর ব্রাগের হয়ে দুটো গোলই করেছেন ইমানুয়েল বোনাভেনচার। ম্যাচ শুরু হওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে গোল পেয়ে যায় ব্রাগ।

আরও পড়ুন :
মহাত্মাগান্ধীর জন্মদিন উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ
র‌্যাব কর্তৃক ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তবে গোলটি প্রথমে অফসাইডের কারণ দেখিয়ে বাতিল করে দেন রেফারি। পরবর্তীতে ভিএআরে পরীক্ষা করে আবার গোলটি দেন রেফারি। ৩৯ মিনিটে আবার গোল করে রিয়াল শিবিরে কাঁপন ধরিয়ে দেয় ব্রাগ।

দ্বিতীয়ার্ধে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনেন কোচ জিদান। পরবর্তীতে ৫৫ ও ৮৫ মিনিটে গোল করে হার এড়ায় রিয়াল। ম্যাচটিতে ৮৪ মিনিটের সময় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাগের অধিনায়ক রুড ভরমার।

রুডের করা ফাউল থেকে পাওয়া ফ্রি কিকে হেড করে ৮৫ মিনিটে গোলটি করেন ক্যাসিমিরো। এদিকে এ ম্যাচ ড্র করার মাধ্যমে ২০০২-০৩ মৌসুমের পর চ্যাম্পিয়ন্স লিগে নিজেদেও ঘরের মাঠে টানা তিন ম্যাচে জয়বঞ্চিত থাকল রিয়াল।

অক্টোবর ০২, ২০১৯ at ১৩:১৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/ভোকা/আজা