চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা সেতুর নির্মাণ কাজের উদ্ধোধন

বহু প্রতিক্ষীত চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীর উপর সেতু নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় সেতুটির নির্মাণ কাজের উদ্ধোধন করেন চুয়াডাঙ্গা -১ আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

এ সময় উপস্থিত ছিলেন, সওজের নির্বাহী প্রকৌশলী শওকত আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরে কর্মকর্তারা। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি টাকা। ১৪০ মিটার দৈর্ঘ্য ও ১২.২৫ মিটার প্রস্থ সেতুটির কাজ শেষ হতে সময় লাগবে ২ বছর। পুরানো সেতুর পাশেই নির্মাণ করা হচ্ছে নতুন এই সেতু।

আরও পড়ুন:
সুন্দরবনে জলদস্যুদের কর্মকাণ্ড থেমে নেই
জনবান্ধব ভূমিসেবা ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

চুয়াডাঙ্গা-মেহেরপুর জেলার একমাত্র সংযোগ সেতু মাথাভাঙ্গা। বেশ কয়েক বছর আগেই সেতুটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। চলতি বছর ১১ জুন ব্রীজের একাংশ ধ্বসে যায়।

এতে চুয়াডাঙ্গা-মেহেরপুরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা ১ মাস ধরে বিছিন্ন হয়ে পড়ে। পরে মেরামত শেষে হালকা যানবাহন চলাচল শুরু হয়েছে।

সেপ্টেম্বর ২৮, ২০১৯ at ২০:০৩:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিআর/কেএ