শরীর কী দুর্বল হয় রক্তদান করলে

রক্তদান করলে শরীর দুর্বল হয় না, বরং উপকৃত হয়। নিয়মিত রক্তদান করলে রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

আরও পড়ুন :
‘কামসূত্র’তে সানি লিওন অভিনয় করবেন
১০৮ মেগাপিক্সেল স্মার্টফোন

হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও কমে আসে। রক্তদান করতে ৬৫০ ক্যালরি খরচ হয়, যা ওজন কমাতেও ভূমিকা রাখে।

রক্ত এবং এর বিভিন্ন উপাদান অত্যন্ত মূল্যবান সম্পদ। কারণ তা শুধুমাত্র রক্তদানে সক্ষম ব্যক্তিদের শরীর থেকে সংগ্রহ করা সম্ভব, ইচ্ছেমতো তৈরি করা যায় না। আবার রক্ত বেশিদিন সংরক্ষণ করাও যায় না।

তাই চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান থেকে যায় সবসময়ই। রক্তদানের মাধ্যমে প্রতিবছর অসংখ্য মানুষের জীবন বাঁচে। ১৮ থেকে ৬৫ বছর বয়সের মধ্যে যে কেউ রক্তদান করতে পারেন।

তবে শর্ত হল ওজন হতে হবে ৪৫ কেজির বেশি এবং চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষার পর রক্ত নেয়ার যোগ্য হতে হবে। রক্তদানের পর অনেকেরই শরীর দুর্বল হয়ে যায়, যা আসলে ভুল। উল্টো রক্ত দেয়ার রয়েছে নানান উপকারিতা।

সেপ্টেম্বর২৬, ২০১৯ at ০৮:৪০:১৮(GMT+06)
দেশদর্পণ/আহা/ আক/আস /ইআ