কাজিপুর পৌরসভায় শীতবস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভায় হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৪ জানুয়ারি (বুধবার) সকাল ১০টায় পৌরসভা কার্যালয় থেকে পৌর এলাকার ৪৯০ জন অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানভীর শাকিল জয়।

শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাষ্টার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা, জেলা পরিষদের সদস্য মোসলেম উদ্দিন, পৌর সচিব, লুৎফর রহমান।

আরো পড়ুন:
>জাবি অধ্যাপকের গবেষণায় ৭২% চুরি, প্রশ্ন করায় ক্ষুব্ধ
>যশোর জেলা ছাত্রলীগের কমিটি ১৮ মাসেও পূর্ণাঙ্গ হয়নি
>যশোর জেলা বিজ্ঞান ক্লাব এ্যাসোসিয়েশনের নতুন কার্যনিবাহী কমিটি ঘোষণা

কাউন্সিলর টি এম শরিফুল ইসলাম কুড়ান, রোকনুজ্জামান, আব্দুল মান্নান, রিপন মিয়া প্রমূখ। আলমপুরের দুই নং ওয়ার্ডের জরিনা খাতুন কম্বল পেয়ে খুশিতে অভিমতে বলেন, কয়দিন ধইরা জারে ক্যাপত‌্যছি বাবা, এ্যহন জারে থ্যাইকা ব্যাইছপার পারমু। পৌর মেয়র বলেন, পৌরসভার কয়েকটি ওর্য়াডে দরিদ্র পরিবারের সংখ্যা বেশি, ভবিষ্যতে আরো বরাদ্দ পেলে, সবাইকে উপকারের আওতায় আনা যাবে।

জানুয়ারি ০৪.২০২৩ at ২০:৪২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর