অভয়নগরে ইউপি সদস্য হত্যাকান্ডে ব্যবহৃত গুলি উদ্ধার

যশোরের অভয়নগরে নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকার হত্যা মামলায় প্রজিত বিশ্বাস বুলেট নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। বুলেটের স্বীকারোত্তিতে উদ্ধার করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত তিনটি তাজা গুলি।

প্রজিত বিশ্বাস বুলেট অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ছোট সুন্দলী গ্রামের মৃত নিতাই বিশ্বাসের ছেলে। আটক প্রজিত বিশ্বাসের প্রতিবেশী প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সুন্দলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছোট সুন্দলী গ্রামে অভয়নগর থানা ও যশোর জেলা ডিবি পুলিশ যৌথ অভিযান চালায়।

আরো পড়ুন :
কুড়িগ্রামে মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্ত্তন অনুষ্ঠিত 
ভূঞাপুরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

এসময় প্রজিতের ঘর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত তিনটি তাজা গুলি উদ্ধার করে পুলিশ। গুলি উদ্ধার ও প্রজিত বিশ্বাস বুলেট আটকের বিষয়সহ বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানান অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মিলন কুমার মন্ডল।

উল্লেখ্য, গত সোমবার রাতে উপজেলার সুন্দলী ইউনিয়নের হরিশপুর গ্রামে নিজ বাড়ি ফেরার পথে হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকার।

জানুয়ারি ১৩.২০২১ at ১৮:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জাহো/রারি