ভূঞাপুরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

কর্মজীবী ল্যাকটেটিং মাদার তহবিল কর্মসূচীর আওতায় ২০২০-২০২১ অর্থ বছরে উপকার ভোগীদের স্বাস্থ্যসেবা জোরদার করণের লক্ষ্যে হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ করা হয়েছে।

 মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এ হেলথ ক্যাম্পের আয়োজন করে। এসময় গর্ভবতী নারীদের মাঝে স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া প্রত্যেক গর্ভবতী মাকে প্রতিমাসে ৮’শ টাকা করে ৩ বছর এ সহায়তা প্রদান করা হবে।

আরো পড়ুন:
রাণীশংকৈলে ২দিনব্যাপি বিজ্ঞান মেলার সমাপনী
যশোরে একের পর এক খুন, সাধারন মানুষের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে

উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক। এছাড়া বিভিন্ন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জানুয়ারী ১৩.২০২২ at ১২:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মহামা/মক