লোহাগড়ায় কালভার্ট ভেঙ্গে মরণফাঁদ,জন দূর্ভোগ চরমে

নড়াইলের লোহাগড়া উপজেলার রামপুরা-আমাদা সড়কের দাসেরডাংগা এলাকায় একটি বক্সকালভার্ট ভেঙ্গে মরণফাঁদে পরিণত হয়েছে। এ কারণে সড়কটিতে কোন যানবাহন চলাচল করতে পারছে না। পায়ে হেটে ঝুঁকি নিয়ে জরুরী কাজে যাতায়াত করছে সাধারন জনগন। প্রায় তিন মাসের বেশি সময় কালভার্টটি ভাঙ্গা অবস্থায় পড়ে থাকলেও কর্তৃপক্ষ সংস্কার না করায় দূর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার প্রায় দশটি গ্রামের মানুষদের।

স্থানীয়রা জানান, অতিরিক্ত বালু এবং মাটি বোঝাই ট্রাক চলাচল করার ফলে গত ছয় মাস আগে কালভার্টটিতে ফাটল ধরে ভাঙ্গতে শুরু করে। স্থানীয় লোকজন বাস ও কাঠ দিয়ে পাটাতন বসিয়ে কালভার্টটির ওপর দিয়ে হাল্কাযান চলাচলের উপযোগী করে। এভাবে কিছুদিন চলার পর ভাঙ্গা অংশটি আরও বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রায় ৩ মাসের বেশি সময় ধরে সবধরনের যানবাহন চলাচলের অনুপোযোগী পড়ে।

আরও পড়ুন:
জিপিএ ৫ পেলেন ১ লাখ ৬১ হাজার ৮০৭ শিক্ষার্থী
টিআই এর রিপোর্ট বিশ্বাসযোগ্য নয় -তথ্যমন্ত্রী

শনিবার দুপুরে সরজমিনে দেখা গেছে, কালভার্টটি ভেঙ্গে যাওয়ায় এ অঞ্চলের মানুষের একমাত্র সহজ যোগাযোগের পথা বন্ধ হয়ে গেছে। এতে ওই এলাকার দশটি গ্রামের প্রায় ১২ হাজার মানুষের চলাচলসহ কৃষিপন্য বাজারজাত করতে সমস্যা হচ্ছে । স্কুল কলেজগামী শিক্ষার্থীদের প্রায় ১০ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে উপজেলা সদরসহ বিভিন্নস্থানে যাতায়াত করতে হচ্ছে। অন্যদিকে ঝুঁকি নিয়ে ভাঙ্গা কালভার্টটির পাশ দিয়ে পায়ে হেটে অনেকে যাতায়াত করছে। এতে যে কোন সময় মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। জরুরী ভিত্তিতে কালভার্টির সংস্কারের দাবি করেন এলাকাবাসী।

এলজিইডির লোহাগড়া উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদারের সাথে কথা হলে তিনি জানান, কালভার্টটির ভেঙ্গে যাওয়া অংশ দ্রুত সময়ের মধে সংস্কার করা হবে।

জানুয়ারী, ৩০, ২০২১ at ১২:৪৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এফকেএম/তআ