জাবিতে মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের মীর মশাররফ হোসেন হল ইউনিটে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী ১ সেপ্টেম্বর কেন্দ্রঘোষিত ছাত্রলীগের ‘স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ’কে সফল করার লক্ষ্যে আলোচনা করা হয়৷

সোমবার (২৯ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের কমনরুমে এই সভার আয়োজন করা হয়৷

আরো পড়ুন:

> ক্যাম্পাস সাংবাদিকতা করবেন যবিপ্রবির সেই অদম্য তামান্না
> চিলমারীতে হরিজন পল্লিতে এক সপ্তাহ ধরে পানি

এ সময় শাখা ছাত্রলীগের সহ সভাপতি আরিফুল ইসলাম প্রীতম, আজিমুশান নওরোজ প্রণয়, আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ আল ফারুক ইমরান, হাসান মাহমুদ ফরিদ, শাহ্ পরান, মওদুদ মিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব হোসাইন, মো. দেলোয়ার হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান খান, উপ-ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক আলরাজী সরকার, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক গোলাম রাব্বি উপস্থিত ছিলেন৷

সভায় শাখা ছাত্রলীগের মীর মশাররফ হোসেন হল ইউনিটের সভাপতি প্রার্থী এ.এস.এম. মোস্তফা মনোয়ার সিদ্দিকী সাগর বলেন, ‘পহেলা সেপ্টেম্বরের ছাত্রসমাবেশের মাধ্যমে ছাত্ররাজনীতির নতুন ইতিহাস রচিত হতে যাচ্ছে। সেই ইতিহাসের সাক্ষী হতে মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দিকনির্দেশনার অপেক্ষায় রয়েছে পুরো ছাত্রসমাজ।’

উল্লেখ্য, ২৭ শে আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগ কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ১ সেপ্টেম্বর ‘স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ’ আয়োজনের ঘোষণা দেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

আগষ্ট ২৯,২০২৩ at ২০:৩৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর