চিলমারীতে ফের বন্যার পূর্বাভাস, ব্রহ্মপুত্রে বাড়ছে পানি

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পানি বাড়তে শুরু করেছে। চতুর্থ দফায় পানি বাড়ার সাথে সাথে দুশ্চিন্তায় পড়েছেন নদী তীরবর্তী মানুষজন।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী শনিবার সকাল ৯টায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে কাউনিয়া পয়েন্ট বিপদসীমার ৪১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ৫৮ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ৭২ সেন্টিমিটার, ধরলার পানি সেতু পয়েন্টে ৯৭ সেন্টিমিটার ও দুধকুমারের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৪২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আরো পড়ুন :
>> শার্শায় তুচ্ছ ঘটনায় মসজিদের মুয়াজ্জিনকে কুপিয়ে যখম
>> থানচিতে নিত্যপণ্যের বাজার অস্থির

চিলমারীর ব্রহ্মপুত্রে পানি বৃদ্ধি পাওয়ায় নদ-নদীর অববাহিকার অষ্টমীরচর ও নয়ারহাট ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ায় বন্যার আশংকায় দিন পাড় করছেন নদী পাড়ের মানুষজন। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমা উপর দিয়ে প্রবাহিত হলেও অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৮ আগষ্ট পর্যন্ত অব্যাহত থাকবে এবং ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের বিপদসীমার কাছাকাছি পৌছানোর সম্ভাবনা রয়েছে।

আগস্ট  ২৬ , ২০২৩ at ১৪ : ৩০ : ০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ফহ/শাস