বঙ্গবন্ধু কেবল একজন ব্যক্তি নন, এক মহান আদর্শের নাম : অ্যাড. মনির

যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক অ্যাড মনিরুল ইসলাম মনির বলেছেন, বঙ্গবন্ধু কেবল একজন ব্যক্তি নন, এক মহান আদর্শের নাম। যে আদর্শে উজ্জীবিত হয়েছিল গোটা দেশ। বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র আর ধর্মনিরপেক্ষ দর্শনে দেশের সংবিধানও প্রণয়ন করেছিলেন স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব। শোষক আর শোষিতে বিভক্ত সেদিনের বিশ্ববাস্তবতায় বঙ্গবন্ধু ছিলেন শোষিতের পক্ষে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন ও বাংলাদেশ কে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করছেন। সেই উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে এক কাতারে এসে শেখ হাসিনা কে আবার প্রধানমন্ত্রী করতে হবে।

আরো পড়ুন :
> চৌগাছা থানার ওসি সাইফুল ইসলামের বিদায়ী সংবর্ধনা
> ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় তেলবাহী লরির সহকারী চালকের পা বিচ্ছিন্ন

মঙ্গলবার বিকেল নাভারণ পুরাতন বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহাজান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মুক্তিযোদ্ধা চলাকালীন সময়ে ঝিকরগাছা ছাত্রলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি অশোক দত্ত, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুর রব, আওয়ামী লীগ নেতা এ্যাড. আবু হাসান এপিপি, উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক ইলিয়াজ মাহমুদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক শেখ ইমরান।

বিশেষ আলোচক ছিলেন, নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান মুকুল, সহ-সভাপতি ফজলুর রহমান, ইউপি সদস্য আশরাফুল আলম চান্দু, নাভারণ ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক উজ্জ্বল হোসেন, যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান মাসুদ, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি রবি শিকদার, সাধারণ সম্পাদক রাজিব হোসেন, তাঁতী লীগের আহবায়ক মুন্সি মেহেদী হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক জেলা পরিষদ সদস্য শাহানা আক্তার, উপজেলা আওয়ামী লীগ নেতা মুনিরুল আলম মিশর, নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক শামসুজ্জোহা লোটাস, গদখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক আলমগীর হোসেন, যুবলীগ নেতা তাজউদ্দীন, সাদ আমিন রনি, মিঠু আহমেদ, ফয়েজ আহমেদ, রাজন আহমেদ প্রমুখ।

আগস্ট ২২, ২০২৩ at ২০:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এআ/মেমহ