চৌগাছা থানার ওসি সাইফুল ইসলামের বিদায়ী সংবর্ধনা

চৌগাছা থানার অফিসার ইনচার্জ ওসি মো. সাইফুল ইসলাম সবুজের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। প্রেসক্লাব চৌগাছা কার্যালয়ে মঙ্গলবার বিকালে এ সংবর্ধনা প্রদান করা হয়।সংবর্ধনা পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলীর সভাপতিত্বে আলোচনা করেন বিদায়ী অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, উপজেলার আইন শৃংখলা সমন্বিত রাখতে আপ্রাণ চেষ্টা করেছি। সকলের আন্তরিক সহযোগিতায় মাদক, চোরাচালান, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ দমনে সচেষ্ট ছিলাম। প্রায় তিন বছর কর্মজীবনে আমি চৌগাছার মানুষের অকৃত্রিম ভালবাসা পেয়েছি, যা কখনও ভুলার নই।

আরো পড়ুন :
> পাইকগাছায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালে ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ
> কুড়িগ্রামে কুকুর আতঙ্কে এলাকাবাসী, হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রেসক্লাবের উপদেষ্টা সহকারী অধ্যাপক শেখ মাফিজুল ইসলাম, প্রধান শিক্ষক শাহীন মাহবুব, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সাপ্তাহিক চৌগাছার সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জ্বল, টিপু সুলতান প্রমূখ।

এ সময় কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নয়ন খন্দকার, দৈনিক যশোর বার্তার সম্পাদক শিহাব উদ্দীন সুমন, শেখ ওয়ালিউর রহমান, সাংবাদিক খালেদুর রহমান, এম শাহীন, রিয়াজুল ইসলাম, খলিলুর রহমান জুয়েল, শওকত আলী, বাবলুর রহমান, সুজন দেওয়ান, কবিরুল ইসলাম, রেজাউল করিম সাগর, মহিদুল ইসলাম, শাহীন সোহেল, শিপলু খান, রিপন হোসেন, আব্দুল হান্নান প্রমূখ উপস্থিত ছিলেন।

আগস্ট ২২, ২০২৩ at ২০:০১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেমই/মেমহ