ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় তেলবাহী লরির সহকারী চালকের পা বিচ্ছিন্ন

দিনাজপুরের ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় যমুনা পেট্রোলিয়াম তেল বাহী লরির সহকারী চালকের লরির সহকারীর পা বিচ্ছিন্ন হয়েছে। মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা কলাবোঝাই ট্রাকের পিছনে যমুনা পেট্রোলিয়াম তেলবাহী লরি ধাক্কা দিলে লরিটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে লরির সহকারী চালকের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।

আহত সহকারী চালক হবিগঞ্জের মাধবপুর এলাকার তেলিয়াপাড়ার ছোটন রায় (১৮)। তিনি যমুনা পেট্রোলিয়াম কোম্পানিতে কর্মরত রয়েছেন।প্রত্যক্ষদর্শী অপর তেলবাহী লরিচালক টিটু মিয়া বলেন,আমরা একই কোম্পানির আটটি তেলের লরি নিয়ে এক সঙ্গে সিলেট থেকে দিনাজপুরের পার্বতীপুর তেলের ডিপোতে তেল দিয়ে ফিরছিলাম।

আরো পড়ুন :
> পাইকগাছায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালে ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ
> কুড়িগ্রামে কুকুর আতঙ্কে এলাকাবাসী, হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

পথে সড়কে অন্ধকারে দাঁড়িয়ে কোনো সংকেত না দিয়েই চাকা পরিবর্তন করছিল কলাবোঝাই ট্রাক। আমাদের সারির সামনের একটি লরি কোনো কিছু বোঝার আগেই দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে সজোরে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া লরিটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে লরির সহকারি চালক ছোটন রায়ের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।

আগস্ট ২২, ২০২৩ at ১৬:৩৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মাউআমা/মেমহ