সাতক্ষীরায় ৫ স্বর্ণের বারসহ চোরা কারবারি আটক

ছবি- সংগৃহীত।

সাতক্ষীরায় ৫ পিচ স্বর্ণের বারসহ মোস্তাফিজুর রহমান নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকাল ৭টার দিকে বৈকারী সীমান্তে কালিয়ানি বিওপি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মোস্তাফিজুর রহমান বৈকারী সীমান্তে কালিয়ানি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। মোস্তাফিজুরকে তল্লাশি করে তার কাছ থেকে ৫ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৬৬ গ্রাম ৫৫০ মিলিগ্রাম। যার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৬৮২ টাকা।

আরো পড়ুন :

> যশোরে সিআইডির জালে জ্বীনের বাদশার তিন প্রতারক আটক
> ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৭

শুক্রবার দুপুরে সাতক্ষীরা বিজিবির অধিনায়ক লে. কর্ণের আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি জানানো হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে নায়েক মোজাফফর রহমান বৈকারী সীমান্তের কালিয়ানি এলাকায় অভিযান চালিয়ে চোরাকারকারিকে আটক করে।

তিনি আরও জানান, আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণেরবারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।

আগস্ট ০৪, ২০২৩ at ২০:৫৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর