শোকাবহ আগস্টে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের মাসব্যাপি কর্মসূচি ঘোষণা

শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপী উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ।

বৃহষ্পতিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় এসব কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- উপাসনালয়ে প্রার্থনা, গণভোজ, বৃক্ষরোপণ কর্মসূচি, দরিদ্রদের মাঝে খাবার বিতরণ, আলোচনা ও শোক সভা, শহীদদের স্মরণে মিলাদ, স্মরণ সভা, সহযোগী সংগঠনের উদ্যোগে রক্তদান কর্মসূচি ইত্যাদি।

আরো পড়ুন :

> চৌগাছার সন্তান ব্যারিস্টার উজ্জ্বলকে মাড়ুয়া স্কুল এন্ড কলেজের শিক্ষকদের অভিনন্দন
> লালপুরে স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী আটক

এছাড়াও সাংগঠনিক কর্মকান্ডের অংশ হিসাবে ভোট কেন্দ্র কেন্দ্রিক ১৮-৩৩ বছর বয়সী তরুণ ভোটারদের কাছে ১৫ আগস্টের বর্বরোচিত হত্যাকান্ডের প্রকৃত ইতিহাস তুলে ধরা, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা, বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে আলোচনা, মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত ১৫ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরা ইত্যাদি। আগস্ট মাস থেকে শুরু হওয়া এসব সাংগঠনিক কর্মসূচি চলবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত।

ঝিকরগাছা পারবাজারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুছা মাহমুদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সস্পাদক অ্যাড. মনিরুল ইসলাম মনির। তিনি বলেন, আগষ্ট মাস প্রতিটি দেশপ্রেমিক বাঙ্গালীর জন্য শোকের। এদিন দেশি ও বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বপরিবারের হত্যা করা হয়েছিল। এ হত্যাকান্ডের ফলে বাংলাদেশে রচিত হয়েছিল একটি কলংকিত অধ্যায়। তিনি আরো বলেন, আগস্টের শোককে শক্তিতে রুপান্তরিত করতে হবে। সাংগঠনিক শক্তি সঞ্চার করে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধকালীন ঝিকরগাছা থানা ছাত্রলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি বাবু অশোক দত্ত, বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার এনামুল কবীর, সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমানুল কাদির টুল্লু, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মীর বাবরজান বরুণ, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কাশেম, জেলা কৃষকলীগ নেতা আকবর হোসেন জাপানী, সাবেক জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি ও শাহানা খাতুন, হাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক বজলুর রহমান, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক মাস্টার হেলাল উদ্দীন খান, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার আদশ শফিউল্লাহ, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউদ্দীন, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, পানিসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, গঙ্গানন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান ঝন্টু, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান, যুগ্নসাধারণ সম্পাদক আমির হোসেন ম্যানা, গদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা আওয়ামী লীগ নেতা নিমাই ঘোষ, আক্তারুজ্জামান, শাহ আলম মিন্টু, মুনিরুল আলম মিশর, লিয়াকত আলী, আবু সাঈদ মিলন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক ইলিয়াস মাহমুদ, উপজেলা যুবলীগ নেতা আলমগীর বাশার, লিন্টু বিশ^াস, মিলন হোসেন সাদ্দাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্নআহবায়ক শামসুজ্জোহা লোটাস, উপজেলা তরুণ লীগের সভাপতি মনিরুল ইসলাম শিপলু, ছাত্রনেতা স্বদেশ রেজা প্রমূখ।

আগস্ট ০৩, ২০২৩ at ২১:৩৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এআ/ইর