শরণখোলায় ৮ ফুট লম্বা দারাশ সাপ উদ্ধার

বাগেরহাট শরণখোলায় সবজির ক্ষেত থেকে ৮ ফুট লম্বা ও ৩ কেজি ওজনের একটি দারাশ সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ৩ অক্টোবর দুপুর ১২ টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের মো. আনিছুর রহমান মাতুব্বর এর বাড়ী সবজির ক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয়।

মোঃ আনিসুর রহমান মাতুব্বর জানান, দুপুর ১২ টার দিকে তার স্ত্রী সবজি ক্ষেতে সবজি তুলতে গেলে জালের সাথে জড়ানো একটি সাপ দেখতে পান। পরে বন ও বন্যপ্রাণী রক্ষা দলের (ভিটিআরটি) দলনেতা জাকারিয়া হোসাইনকে খবর দিলে তার টিম সহ উপস্থিত হয়ে সাপটিকে উদ্ধার করেন।

আরো পড়ুন :
> সিলেটের জকিগঞ্জে স্কুল ছাত্রীর মৃত্যু নিয়ে তোলপাড়
> গৃহকর্মী সেজে অজ্ঞান করে লুট করতো স্বর্ণালংকার, নগদ টাকা

উপজেলার সোনাতলা মডেল বাজার পানিরঘাট ভিটিআরটি দলনেতা মো. জাকারিয়া হোসাইন বলেন, সংবাদ পেয়ে দক্ষিণ সোনাতলা বিসিএফ এর সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামকে সাথে নিয়ে ঘটনাস্থলে যাই এবং বিভিন্ন কৌশলে সাপটিকে উদ্ধার করে শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলামকে বিষয়টি জানাই। বিকেলে বনবিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে শরণখোলা ষ্টেশন সংলগ্ন বনে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।

আগস্ট ০৩, ২০২৩ at ১৬:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর