বৈধ সিটের দাবিতে জাবিতে ছাত্রীদের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন আবাসিক হলে আসন বরাদ্দের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করেছেন শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া হলের ছাত্রীরা। রবিবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের বাসভবনের সামনে অবস্থান নেয় তারা।

এর আগে, রাত সোয়া নয়টায় বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রীরা। মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভনের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

আরো পড়ুন :

> সিলেট বিভাগ জুড়ে অসহনীয় বিদ্যুতের লোড শেডিং, জনজীবনে কষ্টের শেষ নেই
> কাজিপুরে আবারো চোরাই মোটরসাইকেল উদ্ধার

আন্দোলনরত ছাত্রীদের অভিযোগ, দেড় বছর ধরে তারা আবাসিক হলের গণরুমে অবস্থান করছেন। তাদের গণরুমে না রাখার প্রতিশ্রুতিতে প্রথম দিকে দুই মাসের অধিক অনলাইনেও ক্লাস নেওয়া হয়। তবুও তাদের আসন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে তাদের আসন বরাদ্দ দিতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের দ্বিতীয় বর্ষের (৫০তম ব্যাচ) ছাত্রী মোহসীনা রহমান মীম বলেন, ‘গত ২৩ জুলাই আবাসিক হলে সিটের দাবিতে আন্দোলন করেছিলাম। তখন উপাচার্য স্যার আমাদেরকে ২৮ জুলাইয়ের মধ্যে সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বাস দেন। তবে দু’দিন পার হলেও আমাদের এখনো কিছু জানানো হয়নি। আমরা অবিলম্বে আবাসিক হলে সিট চাই।’

এদিকে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির খবর পেয়েও বাসভবন থেকে বের হননি উপাচার্য। তবে পৌঁনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক, প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক নিগার সুলতানা ও প্রক্টর আ স ম ফিরোজ—উল—হাসানসহ অন্য শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে রাত ১২টার দিকে তাদের আশ্বাসে হলে ফিরে যান ছাত্রীরা।

এর আগে, গত ২৩ জুলাই আবাসিক হলে সিটের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ছাত্রীরা। তখন ছাত্রীদের ২৮ জুলাইয়ের মধ্যে আবাসিক হলে আসন নিশ্চিত করার আশ্বাস দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জুলাই ৩১, ২০২৩ at ১৭:৩৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/নাউ/ইর