হবিগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ০৭জন জুয়াড়ী আটক 

হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে গত  ২৪জুলাই রাত সাড়ে দুইটার দিকে গোপন সংবাদ ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ০৭ জন জুয়ারি আটক করেছেন।
বানিয়াচং উপজেলার তাঁতারী মহল্লা সাকিনের জনৈক আবিদুর রহমান এর ফিসারীর ছাপড়া ঘরে জুয়া খেলারত অবস্থায় ০৭জন আসামি গ্রেপ্তার করেছেন ডিবি পুলিশ।

আরো পড়ুন :

> ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪১৮
> প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টায়, নিজের ঘরেই আগুন

জুয়া খেলার আটককৃত ০৭ জন আসামিরা হলেন- ০১নং ইউপি নন্দীপাড়ার মৃত-চেরাগ আলী ছেলে কাজল মিয়া(৩৯), ০২নং ইউপির আদমহানী গ্রামের মৃত-সুন্দর আলীর ছেলে দুলাল মিয়া (৪৫), মৃত -সৈয়দ আলী ছেলে আলফু মিয়া (৪৫), চিলাপাঞ্জার আরমান মিয়ার ছেলে বশির মিয়া(২৮), ০৩নং ইউপি জাতুকর্ণপাড়া  মৃত- শফিক মিয়ার ছেলে মো. শাহিনুর মিয়া (৩২), মৃত গরীব উল্ল্যা ছেলে মো. শেবুল মিয়া (৩৪), লাল মিয়া ছেলে মো. আব্দুল হাই (৪৮)।
বানিয়াচং ও সর্ব জেলা-হবিগঞ্জ-কে প্লেয়িং কার্ড(তাস) দিয়ে জুয়া খেলারত অবস্থায় আটক করে। এ সময় ১০৪টি প্লেয়িং কার্ড (তাস), ০২ প্যাকেট নতুন তাস, ১টি পুরাতন বিছানার চাদর, নগদ ১১,৭০০/- (এগার হাজার সাতশত) টাকা জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

জুলাই ২৫, ২০২৩ at ২০:৫৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/স্বরদা/ইর