পাঁচবিবিতে জাতীয় মৎস সপ্তাহ-২৩ উদ্বোধন

”নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষযকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় মৎস সপ্তাহ- ২০২৩ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১ টায় উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না।

আরো পড়ুন :

> মার্কিন সাবমেরিন আসার পর ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
> ঝালকাঠি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ঘাতক বাসের সুপারভাইজার মিজান গ্রেফতার

এর আগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডল, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান । শেষে উপজেলার সফল মৎস খামারীদের সম্মমনা ক্রেস্ট প্রদান করা হয়।

জুলাই ২৫, ২০২৩ at ১৩:২৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর