পাইকগাছায় ধুলোবালি এর মোড়ক উন্মোচন

পাইকগাছায় কবি ও কবিতা বিষয়ক সংকলন ধুলোবালি এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের আয়োজনে ২২ জুলাই শনিবার সকাল ১১ টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে ধুলোবালি এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে সভাপত্বি করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন, লেখক ও বীর মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দিন, লেখক ও সাবেক ব্যাংকার বিকাশেন্দু সরকার, সাংবাদিক ইমদাদুল হক।

আরো পড়ুন :
> পাইকগাছায় দুই মাথাওয়ালা বাছুরের জন্ম;এলাকায় চাঞ্চল্য
> ফুলবাড়ী প্রবীণ কল্যাণ সংঘের উদ্যোগে জেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান

সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সদস্য পঞ্চানন সরকারের উপস্থাপনায় বক্তৃতা করেন, অসিম রায়,মোড়ল কওসার আলী, রাবেয়া আক্তার মলি, রোজী সিদ্দীকি, হাসনা খাতুন সুমাইয়া, ফারজানা আক্তার ময়না,দিপান্বীতা অধিকারি, মনিরা আহমেদ, সেতু আক্তার তুলি,লাবিবা আক্তার লোচমি, লিনজা আক্তার, পুষ্পিতা শীল জতি প্রমুখ। ধুলোবালি এর ৬ম সংখ্যা প্রকাশিত হলো।

জুলাই ২২, ২০২৩ at ১৭:৫৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ইহ/মেমহ