ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো শিশুসহ ৪০ তরুণ- তরুণী

অবৈধ পথে ভারতে পাচারের পর সেদেশে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে শিশু সহ ৪০ জন বাংলাদেশি তরুণ-তরুণী।

বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় ভারতের কলকাতায় বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত উপ-হাইকমিশনের দ্বিতয় সচিব শেখ মারেফাত তরিকুল ইসলামের উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এদের মধ্যে ২০ জন তরুণী, ২ জন শিশু ও ১৮ জন তরুণ রয়েছে।

আরো পড়ুন :

> কোরআন পোড়ানো: সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো ইরাক
> ঝিকরগাছায় দশম শ্রেনির শিক্ষর্থী পিটিয়ে কান ফাড়িয়ে দিয়েছে শিক্ষক আসাদ, হাসপাতালে ভর্তি

ফেরত আসারা হলেন, সন্দিপ পাল, পিতা-সুবল চন্দ পাল, সাং-৪৯৩ এলএসডি রোড তারাইল, থানা-তারাইল, জেলা-কিশোরগঞ্জ, অনিক চৌধুরী, পিতা-স্বপন চৌধুরী, সাং-কলাগাছি, থানা+জেলা-নড়াইল, ফেরদৌস ইসলাম, পিতা-জব্বার, সাং-পশ্চিম খোস্তকাটা, থানা-শরনখোলা, জেলা-বাগেরহাট, হাসিবুল শেখ, পিতা-মোতালেব শেখ, সাং-শিংখপ্রতাব, থানা-সালতা, জেলা-ফরিদপুর, সৌরভ বালা, পিতা-শংকর বালা, সাং-পদ্ম বিলা, থানা+জেলা- গোপালগঞ্জ, মাসুম সরদার, পিতা-জালাল সরদার, সাং-রামকান্তপুর, থানা-সালতা, জেলা-ফরিদপুর, মাসুম বিল্লাহ নয়ন শেখ, পিতা-আলমগীর শেখ, সাং-সাহাপুর, থানা-তালা, জেলা-সাতক্ষীরা রুবিনা আক্তার, পিতা- আব্দুল গফ্ফার, সাং-বাকড়া, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর, রিয়াজ মোল্যা, পিতা-বাশার মোল্যা, সাং-ডোমবাগ, থানা-কালিয়া, জেলা-নড়াইল, সিয়াম শেখ, পিতা-হানিফ শেখ, সাং-মধ্যবরিশাল, থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট, আরিশা জাহান আরিশা, পিতা- ওবাইদুল মোল্যা, সাং-চানদা, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা আকলিমা খাতুন রশ্মি, পিতা-ইসমাইল গাজী, সাং-হেলাতলা, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা, আনি আক্তার, পিতা-সলেমান শেখ, সাং-বড়দিয়া, থানা- টেকেরহাট, থানা-মুকসেদপুর, জেলা-গোপালগঞ্জ, জেসমিন আক্তার তিসা খন্দকার, পিতা-মারফত আলী, উখারন, মানিকগঞ্জ, জাকিয়া অক্তার, পিতা-আব্দুল জব্বার খাওলদার, সাং-নালিয়া, থানা-শরনখোলা, জেলা-বাগেরহাট, জুলেখা খাতুন, পিতা-আহম্মেদ আলী, সাং-দিনমনি, কটিয়াদি, কিশোরগঞ্জ, কমলা সুন্দিরী, স্বামী-ছিদ্দিমিয়া, দিনমনি কোটিয়াদি কিশোরগঞ্জ নুরুন্নাহার, পিতা-হাকিম প্রধান, সাং-আছানিপুর মতলব দক্ষিন চাঁদপুর, হাফসা আক্তার তুলি, পিতা-গোলাম মোস্তফা, সাং-চান্দের বহলা, সোরগাও নারায়গঞ্জ, পূজা মল্লিক রিতু, পিতা-বাবুল পান্ডে, সাং-ভাতরা উজিরপুর বরিশাল, জান্নাত আরা জেরিন শেখ, পিতা-কামাল ফজের আলী, সাং-টেন্ডালবাড়ী, সেনবাগ, নোয়াখালী, আয়ান মোল্যা, পিতা-গোলাম মোস্তফা, সাং-গোয়াখোলা, অভয়নগর যশোর, সেহ্না বালা, পিতা-কুমারেশ বালা, হলদিবুনিয়অ বাটিয়াঘাটা খুলনা, শান্ত বর্মন, পিতা-মানিক বর্মন, সাং-গরিয়া গোপালপুর ঠাকুরগাও সদর ঠাকুরগাও, প্রিয়ন্তি খাতুন মুক্তা, পিতা-মোকসেদ আলী, সাং- পাঠানপাড়া, ঘোড়ামারা বোয়ালিয়া রাজশাহী, কবরি রানী, পিতা-অখিল চন্দ্র, সাং-আগরাদিগুন ধামরাইল নওগাঁ, আকাশ চন্দ্র দাস, পিতা-সাহাদেব চন্দ্র দাস, সাং-নোয়াপাড়া, শিবনন্দির, কমলাকান্দা নেত্রকোনা, তৌফিক, পিতা-ইনসান আলী, সাং-বাহাদুরপুর, থানা-হরিনাকুন্ডু, ঝিনাইদহ, মধু খানা, পিতা-মিজান শেখ, সাং-ভাট খালী, মোরলগঞ্জ বাগেরহাট, সবিজ হোসেন, পিতা-ইয়ারুল, সাং-চরগরগরি, ইশরদি, পাবনা, কনা রায়, পিতা-অখিল চন্দ মহন্ত, সাং-গোরিয়অ গোপলপুর ঠাকুরগাও, মারিয়অ আফরিন মীম, পিতা-আলগীর হুসাইন, উত্তর চর নিজামউদ্দিন কিরাম চরফ্যান ভোলা, আশিক খান, পিতা-জামাল খান, পিতা-কিলপারিয়া মতহেশপুর ঝিনাইদহ, বাবু ফকির রুবেল, পিতা-আলতাফ ফকির, সাং-গুলিশাখািল, মোরগঞ্জ বাগেরহাট, সৌরভ রায়, পিতা-পদ্ম মাসন রায়, সাং-বান্দরহাদা, জগৎবায় পাটগ্রাম লালমনিরহাট, শিউলি মৃধা, পিতা-দুলাল মৃধা, সাং-বালিয়াকাঠি, পটুয়াখালী, সদার পটুয়াখালী, আরিফ শেখ, পিতা-নুরু শেখ, সাং-পিছি বারাইখালী, মোরগঞ্জ, বাগেরহাট, তাজিম ইসলাম,পিতা-ইউনুস আলী, সাং-মোল্যাপাড়া, নোয়াবেকি, শ্যামনগর সাতক্ষীরা, সিয়াম শেখ, পিতা-হানিফ শেখ, সাং-মধুয়াম বরিশাল সন্নাশি বাজার মোরগঞ্জ বাগরেহাট ও সুহানা রবিউল শেখ, পিতা-রবিউল শেখ, সাং-বোমবাগ কালিয়া নড়াইল।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন, এরা দালালের মাধ্যমে অবৈধ পথে পাসপোর্ট ভিসা বাদে ভারতে প্রবেশ করে সেদেশের বাসা বাড়ি সহ বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করার সময় পুলিশের হাতে আটক হয়। এবং জেলখানায় বন্দী থাকে। পরে, লিলুয়া শেল্টার হোম নামে একটি বেসরকারী সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। অবশেষে দুই দেশের উচ্চ পর্যায়ের যোগাযোগের মাধ্যেমে তারা দেশে ফেরত আসে। বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, তাদেরকে কয়েকটি বেসরকারী এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হবে।

যশোর জাষ্টিস ফর কেয়ার এর ফিল্ড ফ্যাসিলিটেটর রোকেয়া খাতুন বলেন, ফেরত আসাদের মধ্যে যশোর জাস্টিস ফর কেয়ার ১৮ জন, মহিলা আইনজীবি সমিতি ৭ জন এবং রাইটস যশোর ১৫ জনকে গ্রহন করে যশোর নিজ নিজ শেল্টার হোমে নিয়ে যাওয়া হবে। এরপর সেখান থেকে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদেরকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তাদের কেউ যদি দালাল চক্রকে চিহ্নিত করে মামলা করতে চায়, তাহলে তাদেরকে আইনি সহায়তা দেওয়া হবে।

জুলাই ১৯, ২০২৩ at ২১:২৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর