কালীগঞ্জ পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠিত। ১৫ জুলাই শনিবার সকাল ১১ ঘটিকায় কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবীন হোসেন এর সভাপতিত্বে এবং পৌরসভার প্রধান সহকারী মো. মাসুদ ও কালীগঞ্জ পৌর উচ্চ মান সহকারী লিংকন এর যৌথ সঞ্চলনায় কালীগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নতুন কোন কর আরোপ ছাড়া কালীগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা করেন কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবীন হোসেন।

অনুষ্ঠান পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন, বালীগাঁও পশ্চিমপারা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হানিফ ।

আরো পড়ুন :

> বীরগঞ্জে রাস্তা সংস্কার না হওয়ায় রাস্তায় ধান রোপন করে প্রতিবাদ এলাকাবাসীর
> যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবে যোগ দিলেন ড. আনিছুর রহমান

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সভাপতি ও কালীগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেত্রী মেহের আফরোজ চুমকি এমপি ।

স্বাগত বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার প্রসাশনিক কর্মকর্তা মোঃ মিলন মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, গাজীপুর জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন।

কালীগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর নুর আলম শেখ, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযুদ্ধা মতিন সরকার, কালীগঞ্জ পৌরসভার প্রৌকশলী মনির আহমেদ, শিশু পার্ক, পৌর মার্কেট, পৌর ভবন, পৌর হলরুম, সরকারি খাঁস জমি বরাদ্দের জন্য সহযোগিতা কামনা করেন। বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলার সহকরী ভূমি ( নির্বাহী ম্যাজিস্ট্রেট) উম্মে হাফসা নাদিয়া।

উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফাইজুর রহমান, কালীগঞ্জ উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম (সিজু), কালীগঞ্জ পৌরযুবলীগের সভাপতি ও কালীগঞ্জ পৌর ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. বাদল হোসেন ভূইয়া, সাধারন সম্পাদক মো. রেজাউর রহমান (খোকন), কালীগঞ্জ উপজেলা ছাত্র লীগ সভাপতি তানবীর হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক ওয়াহিদ, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার সভাপতি এম আই লিকন, সাধারণ সম্পাদক ওয়াসিম মোল্লা কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম সদস্য ও ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর আশারাফুল আলম (রিপন), সদস্য ববি, কালীগঞ্জ পৌরসেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও কালীগঞ্জপৌর ০৩নং ওয়ার্ড কাউন্সেলর মো. আশারাফুজ্জামান, কালীগঞ্জপৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. কামরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি আলী আল রাফু অমিত, বিভন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী অংঙ্গসংগঠন এর নেতৃত্বীবৃন্দ,ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ৷

কালীগঞ্জ পৌর সভায় ২০২৩-২০২৪ সনের অর্থ বছরের বাজেট ৬৪,৬৮,৭৪,৩৭৯ টাকার বাজেট ঘোষণা করেন। ব্যয় ধরা হয়েছে ৫৬,৯০,০০,০০০ টাকা, উদ্বৃও থাকবে, ২০,৭১,৩৩১ টাকা।

বাজেট অধিবেশনে শেষে মুনাজাত পরিচলনা করেনবালীগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদ এর ইমাম ও খতিব আবু হানিফ।

জুলাই ১৫, ২০২৩ at ১৭:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোমুহো/ইর