চাল যাচ্ছিল দফাদারের ঘরে, ধরল জনতা

ছবি- সংগৃহীত।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নে পাচারের সময় ১৫ বস্তা সরকারি (ভিজিএফ) চাল আটক করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২৭ জুন) দুপুরে ইজিবাইকে নিয়ে যাওয়ার সময় ১৫ বস্তা চালসহ চালক হাবিবুল্লাহকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে চাল বিতরণ চলছিল। এসময় একটি ইজিবাইক ১৫ বস্তা চাল নিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। এতে তাদের সন্দেহ হলে ইজিবাইকটি আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চালক বলেন, ইউনিয়ন পরিষদের দফাদার আলাউদ্দিন তাকে ওই চাল নিয়ে যেতে বলেছেন।

আরো পড়ুন :

> ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
> শান্তিরক্ষী নিয়ে অ্যামনেস্টির আহ্বান উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্রমন্ত্রী

অভিযুক্ত দফাদার আলাউদ্দিন বলেন, চালগুলো ভালো না। মানুষ কম দামে বিক্রি করে দেয়। ঘেরের মাছের খাওয়ার জন্য আমারও কিছু চাল দরকার ছিল। তাই আমি স্লিপ কিনেছি। সেই চাল বাড়িতে নিয়ে যাচ্ছিলাম ইজিবাইকে করে।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস বলেন, চাল জব্দ করে স্থানীয় স্বরসকাটি পুলিশ ফাঁড়িতে রাখার নির্দেশ দিয়েছেন বলে মোবাইলে ফোনে জানিয়েছেন। একই সঙ্গে ওই দফাদার আলাউদ্দীনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

জুন ২৭, ২০২৩ at ২২:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর