অস্ত্র মামলায় ২৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী সাবেক কাউন্সিলর রেজাউল পাঠান গ্রেফতার

ঝিনাইদহের কোটচাঁদপুরে অস্ত্র মামলায় ২৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সোনা, মাদক ও অস্ত্র চোরাচালান সিন্ডিকেটের মূলহোতা কোটচাঁদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রেজাউল পাঠানকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

পরে আসামী রেজাউল পাঠানকে কোটচাঁদপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এমন তথ্য নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন।

আরো পড়ুন :

> ঘুরতে আসা দম্পতি বখাটেদের হয়রানির শিকার, ৩ বখাটে আটক
> রবীন্দ্র স্মৃতির তিনটি বিশ্ববিদ্যালয়ের মহামিলন।

গত ৩০ এপ্রিল রবিবার ঝিনাইদহ সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ মো. নাজিমুদ্দৌলা এ দন্ডাদশে প্রদান করেন। আদালতের পিপি এ্যাডভোকেট ইসমাইল হোসেন জানান, ২০১৬ সালরে ২৭ জুন রাতে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আসামী রেজাউল ইসলাম পাঠানের কোটচাঁদপুর শহরের আর্দশপাড়ার বাড়িতে কয়কেজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী অস্ত্র সহ অবস্থান করছে।

ওই রাতেই র‌্যাবের একটি দল রেজাউল ইসলাম পাঠানের বাড়িতে অভিযান চালিয়ে ১টি রিভলবার, ৪০ রাউন্ড গুলি ৫টি দেশীয় অস্ত্র একসেট পুলিশের পোশাক ১টি ছোরা ও ১টি কুড়াল উদ্ধার কর। সেসময় র‌্যাব আসামীদরে হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এ মামলায় পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালরে ১ আগস্ট আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে।আদালত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে দোষী প্রমানিত হওয়ায় অস্ত্র আইনের বিভিন্ন ধারায় আসামীদের প্রত্যেককে ২৪ বছর কারাদন্ড প্রদান করেন। এ মামলায় অপর দুই আসামী মিলন ও মধু মল্লিক কারাভোগ করলেও আসামী রেজাউল ইসলাম পাঠান দীর্ঘদীন পলাতক ছিলেন।

জুন ১৮, ২০২৩ at ২২:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর