সাভারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২

ছবি- সংগৃহীত।
সাভারের ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে দুজন। ডাক্তারদের তথ্যমতে , এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতলে  বর্তমানে দুইজন রোগী চিকিৎসাধীন। যে দুজন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাঁদের দুজনই সাভারের বাসিন্দা।
সেলিম মিয়া( ৩৮) নামক একজন গেল ৮ তারিখে জ্বর আক্রান্ত হয়েছে। অপরদিকে আজ সকালে মজিবুর রহমান খোকন (৫০) সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  হাসপাতলে চিকিৎসা নিচ্ছে।

আরো পড়ুন :

> সরকারের উন্নয়ন চিত্র  জনগণের নিকট তুলে ধরতে হবে – এমপি প্রিন্স 
> মোটরসাইকেলে পথ ভুলে বাংলাদেশে ৩ ভারতীয় কিশোর

সাভার উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যকর্মকর্তা, ডাক্তার সাইমুল হুদা বলেন, এক সময় ডেঙ্গু সিজনাল রোগ ছিল।বর্তমানে আমরা প্রতি সময়েই ডেঙ্গু রোগী দেখতে পাই  ।
শরিলে জ্বর ব্যথা দেখা দিলেই ঘরে বসে চিকিৎসা না নিয়ে। কর্মরত ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন। আমাদের হাসপাতালে দুজন রোগী ডেঙ্গু নিয়ে  ভর্তি হয়েছেন তাদের চিকিৎসা চলমান রয়েছে ।
এছাড়াও তিনি বলেন, আমরা সকলেই ঘরবাড়ি  পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো। জমাট পানি দেখলে তার সাথে সাথে পরিষ্কার করব। নিজেদের সচেতনতাই বৃদ্ধি করতে হবে।

জুন ১১, ২০২৩ at ২১:৪৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর