নারীদের সাবলম্বী করতে জাতীয় মহিলা সংস্থার ঋণ কার্যক্রম

সমাজে নারীদের সাবলম্বী করে তুলতে পাবনায় সহজ শর্তে ঋণ দিচ্ছে জাতীয় মহিলা সংস্থা। এরই ধারাবাহিকতায় ক্ষুদ্র ঋণ প্রকল্প কার্যক্রমের আওতায় প্রায় শতজন নারীর মাঝে ঋণের চেক হস্তান্তর করা হয়েছে।

রবিবার (৪ জুন) দুপুরে চেক হহস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণগ্রহীতাদের হাতে চেক তুলে দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা।

আরো পড়ুন :

> বিএডিসি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অভিযোগ, মোটা অংকের ঘুষ নিয়ে গভীর নলকুপের লাইসেন্স প্রদান
> “ওয়ার্ল্ড ফিজিওথেরাপি” এর সর্বোচ্চ সম্মাননা পেলেন যবিপ্রবি শিক্ষক ডা.ফিরোজ

এছাড়া সংস্থার সদস্য নিহার আফরোজ জলি, উপজেলা আ. লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন এবং পৌর আ.লীগ নেতা কামরুজ্জামান রকি সহ ঋণগ্রহীতা ও সংস্থার কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

জুন ০৪, ২০২৩ at ২০:১৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মির/ইর