নড়াইলে “শ্রী শ্রী রাধাঁ -গোবিন্দ বিগ্রহ ও জলেশ্বর মহাদেব” এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন আয়োজন

নড়াইলের ঐতিহ্যবাহী শ্রী শ্রী সাবর্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দির বাধাঁঘাট প্রাঙ্গনে “শ্রী শ্রী রাধাঁ -গোবিন্দ বিগ্রহ ও জলেশ্বর মহাদেব” এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মন্দির চত্বরে শুক্রবার দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে এ উপলক্ষ্যে একটি র‌্যালী শ্রী শ্রী সার্বজনীন বাধাঁঘাট কেন্দ্রীয় দূর্গা মন্দির প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে পুজা আর্চনা শেষে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট এর সহকারি পরিচালক দেবাশীষ বাইন,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বাবুল কুমার সাহা, পৌর কাউন্সিলর শরফল আলম লিটু, বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি অশোক কুমার কুন্ডু, শ্রী শ্রী সার্বজনীন বাধাঁঘাট কেন্দ্রী দূর্গা মন্দির কমিটির সভাপতি শিশির কুমার বৈরাগী , কার্যকরী সভাপতি অসীম কাপুড়িয়া,সাধারন সম্পাদক নিলাংশু শেখর সরকার নিপু, বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ নড়াইল সদর উপজেলা শাখার সভাপতি নিখিল সরকার, সদর উপজেলা ছত্ররীগের সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টুসহ হিন্দুধর্মালম্বী বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

জুন ০২, ২০২৩ at ২০:৪৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শুস/ইর