পাবনা সদরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে বারি সরিষা-১৪‌ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

পাবনা সদর উপজেলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সরিষা ( বারি সরিষা-১৪) প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার ধর্মগ্রামের  শতাধিক কৃষকদের নিয়ে মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন  উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী।

আরো পড়ুন :
> ঘোড়াঘাটে প্রেমিকাকে রেখে পালিয়ে গেল প্রেমিক সিহাব
> নেত্রকোনায় শ্মশান ঘাটের অজ্ঞাত গলাকাটা লাশের পরিচয় শনাক্ত

বক্তব্য কালে তিনি বলেন,প্রকল্পটির মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তেলজাতীয় ফসলের সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশে ভোজ্য তেলের চাহিদা পূরণ ও আমদানি ব্যয় কমানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্য দেন  বীজ প্রত্যয়ন কর্মকর্তা হাসান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক। কৃষকদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আব্দুস সুবহান ও মকবুল হোসেন। কৃষকরা বলেন,১ বিঘা বারি সরিষা-১৪ বিনা চাষে মাত্র ৩ হাজার খরচ হয়। আর উৎপাদন হয় ৫-৬ মন ।

তাতে অনেক লাভ  হয় এই সরিষা চাষ করে। এ জন্য উপস্থিত সকল কৃষকদের বারি সরিষা – ১৪ চাষ করতে আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনিসুর রহমান পিনু ও উপস্থাপনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ  কর্মকর্তা  খালেদিন আনাম। এসময় স্থানীয়  শতাধিক কৃষক কৃষাণি উপস্থিত ছিলেন।

মে ২৯, ২০২৩ at ১৯:৫৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মির/ইর