কালীগঞ্জে রাখালগাছী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ নং রাখালগাছী ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (২৮-মে) বিকাল সাড়ে ৪ টার সময় ১১ নং রাখালগাছি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু।

এবারের বাজেটে আয় ও ব্যায় সমান রেখে ১ কোটি ৯ লাখ ৬১ হাজার ১৫০ টাকার বাজেট ঘোষনা করা হয়। বাজেটে ইউনিয়ন পরিষদের নিজস্ব উদ্বৃত্ত ধরা হয়েছে আয় ৩ লক্ষ ৯১ হাজার ১৫০ টাকা এবং এ বছর কোন ট্যাক্স বৃদ্ধি না করেই বাজেট ঘোষণা করা হয়েছে।

আরো পড়ুন :
> বেড়ায় দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন
> বেনাপোলে ২০পিচ স্বর্ণের বারসহ ৩ পাসপোর্ট যাত্রী আটক

এ উপলক্ষে পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুর সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেন, মুক্তিযোদ্ধা সুলতান শেক, সাংবাদিক আরিফ মোল্ল্যা ও বেলাল হুসাইন বিজয়, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ফারুক হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য ইজ্জত আলী প্রমূখ।

ইউনিয়ন পরিষদের সচিব শেখ হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন, সাবেক ও বর্তমান ইউপি সদস্য বৃন্দ, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশাজীবি ও সমাজিক সংগঠনের প্রতিনিধিগন।

মে ২৯, ২০২৩ at ১৮:৪৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/বেহুবি/ইর