ঝিনাইদহে ৭ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের ফাঁসির আদেশ

ঝিনাইদহে ৭ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার সকালে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ দন্ডাদেশ প্রদাণ করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ৮ আগস্ট সদর উপজেলার খাজুরা গ্রামের ৭ম শ্রেণীর স্কুলছাত্রী ঘরে ঘুমিয়ে ছিলো। ঘুম থেকে উঠে মা’কে না পেয়ে বাড়ির পাশে একটি মোড়ে যায়।

আরো পড়ুন :
> মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ, উপজেলা নির্বাহী অফিসার কে তদন্তের নির্দেশ
> ধর্ষণ মামলায় কারাগারে আ.লীগ নেতা বড় মনির

সেসময় একই এলাকার বাদশা তাকে অপহরণ করে পার্শবর্তী একটি আম বাগানে নিয়ে যায়। সেখানে বাদশা, রুহুল আমিন ও মনু মিয়া ওই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে তামান্ন পার্কের একটি ঘরে আটকে রাখে। রাত ১২ টায় ছাড়া পেয়ে মেয়েটি বাড়িতে ফিরে ঘটনার বিষয়ে পরিবারকে জানায়।

এ ঘটনায় নির্যাতিতার পিতা বাদী হয়ে পরদিন সদর থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে ৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে ।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলার অভিযুক্ত বাদশা, রুহুল আমিন ও মনু মিয়াকে ফাঁসির আদেশ দেয়। একই সাথে প্রত্যেকেকে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়।

বাদীর স্বজনরা জানায়, এ রায়ে তারা খুবই খুশি । দ্রুত এ রায় কার্যকর হবে বলে আশা ব্যক্ত করেন তারা ।

মে  ১৫, ২০২৩ at ১৬:১৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এএরা/ইর