রত্নগর্ভা পদক পেলেন নড়াইলের যমুনা বিশ্বাস

রত্নগর্ভা পদক পেলেন নড়াইলের যমুনা বিশ্বাস। গতকাল আজাদ প্রোডাক্ট লিমিটেডের আয়োজনে ঢাকা ক্লাবে অনুষ্ঠিত রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২২।

অনুষ্ঠানের প্রধান অতিথি   স্পিকার ডঃ শিরীন শারমিন চৌধরী এ পদক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজাদ প্রোডাক্টের লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর আবুল কালাম আজাদ, এসময় ব উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, শিক্ষা প্রতিমন্ত্রী মুজিবুর হাসান চৌধুরী,  বিশিষ্ট নাট্যজন বীরমুক্তি যোদ্ধা নাসির উদ্দীন,   ঢাকা ক্লাবের সভাপতি মাশিউজ্জান রুমেলসহ অনেকে।

যমুনা বিশ্বাস  খুলনা দীঘলিয়ার কেটলা গ্রামে এক দরিদ্র কৃষকের ঘরে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালে দশম শ্রেণীতে পড়া অবস্থায় নড়াইলের কালিয়া উপজেলার দাদনতলা গ্রামের  বেকার ছেলে  বিভূতি ভূষণ বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়। এক বছর পর ১৯৭৭ সালে বিভূতিভূষণ বিশ্বাস স্থানীয় একটি মাধ্যমিক স্কুলের শিক্ষক হিসেবে চাকরি লাভ করেন। স্বল্প আয়ে অভাব অনটনের মধ্য দিয়ে শুরু হয় সংসার জীবন।

এরপর মায়ের ঘর আলোকিত করে জন্ম নেয় ছয় মেধাবী সন্তান। তখন আরো বেশি দূর সময় কাটতে থাকে, অভাব অনটনে দুশ্চিন্তাই চারিদিকে ঘিরে ধরে। তবুও সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান রত্নগর্ভা  যমুনা বিশ্বাস। এদিকে স্বামী বিভূতিভূষণ বিশ্বাস শিক্ষাকতার পাশাপাশি সকাল সন্ধ্যা টিউশনি করেও ছয় সন্তানের পড়াশোনার খরচ যোগাতে হিমশিম খাচ্ছিল।

তখন  যমুনা বিশ্বাস দর্জি বিজ্ঞান স্কুল থেকে দর্জি প্রশিক্ষণ  গ্রহণ করে  পোশাক বানানো শুরু করে বিভিন্ন মানুষের পোশাক বানিয়ে যে টাকা পায় সেই টাকা দিয়েই ছয় সন্তানের পড়াশোনার খরচ স্কুল ড্রেসে কাজে লাগায়। এভাবে জীবন যুদ্ধে সংগ্রাম করে সন্তানদের  সুশিক্ষায় শিক্ষিত করেছেন। ছয় সন্তানই তাদের নিজ গুনে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন।

মে  ১৫, ২০২৩ at ১২:৩৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর