নলছিটিতে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই ৪ পরীক্ষার্থী বহিষ্কার

ঝালকাঠির নলছিটি উপজেলায় এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এদের মধ্যে বি.জি ইউনিয়ন একাডেমি কেন্দ্র থেকে একজন ও নলছিটি গার্লস স্কুল (ভোকেশনাল) কেন্দ্র থেকে তিনজনকে বহিষ্কার করা হয়। এছাড়াও নলছিটি গার্লস স্কুল (ভোকেশনাল) কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে দুই কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়।

আরো পড়ুন :
> ঝিকরগাছায় কৃষকের ধান কেটে দিলেন স্বেচ্ছাসেবক লীগ
> পাইকগাছায় শিশু ধর্ষক গ্রেফতার

নলছিটি গার্লস স্কুল (ভোকেশনাল) কেন্দ্রের সচিব মো. জলিলুর রহমান আকন্দ জানান, আজ রোববার (৩০এপ্রিল) বাংলা পরীক্ষা চলাকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন ওই কেন্দ্রে পরীক্ষা পরিদর্শনে গিয়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার ও দুই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ দেন।

বি.জি ইউনিয়ন একাডেমি কেন্দ্রের সচিব মো. আলি হায়দার জানান, বাংলা প্রথম পত্র পরীক্ষায় ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।

এপ্রিল ৩০, ২০২৩ at ২১:১৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোনাহাঈ/ইর