ঝিকরগাছায় কৃষকের ধান কেটে দিলেন স্বেচ্ছাসেবক লীগ

যশোরের ঝিকরগাছায় কৃষকের এক বিঘা জমির বোরো ধান কেটে দিয়েছে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। রোববার সকালে উপজেলার গদখালী ইউনিয়নের বামনআলী গ্রামের কৃষক শেখ নাসিমের ধান কাটেন নেতৃবৃন্দ। জানা যায়, কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির শঙ্কায় জমির পাকা ধান তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। বিষয়টি জানতে পেরে তার জমির ধান কাটতে যান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে এক দল নেতৃবৃন্দ।

আরো পড়ুন :
> মেট্রোরেল স্টেশনে চালু হচ্ছে স্মার্ট ডেলিভারি লকার
> পাইকগাছায় শিশু ধর্ষক গ্রেফতার

কৃষক নাসিম বলেন, কয়েকদিন ধরে ধানগুলা কাটার জন্য মানুষ খুঁজছিলাম। শ্রমিক সংকটের কারণে এখন মজুরি ৫০০ করে টাকা দাবি করছে। এত টাকা কীভাবে দিবো সেই চিন্তায় ছিলাম। আজ স্বেচ্ছাসেবক লীগ আমার দুশ্চিন্ত দূর করে দিয়েছে।

কর্মসূচিতে অংশ নেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক আজাহারুল ইসলাম লাবু, শেখ ইমরান হোসেন, সদস্য এইচ এম ওমর শরীফ সাকী, পৌর শাখার আহ্বায়ক ফারুক হোসেন, যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর সাজ্জাতুল জামান রনি, আজম মো. ড্যানি, গদখালী ইউনিয়নের সভাপতি মুন্সী আবুল হোসেন, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মিনার জীম, প্রচার সম্পাদক ফারুক হোসেন সাদ্দাম, শিমুলিয়ার সাধারণ সম্পাদক মনিরুল হক সোহান, পানিসারার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাসানুর রহমান, ঝিকরগাছা সদরের সভাপতি তবিবর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সদস্য নজরুল ইসলাম, হাজিরবাগের সভাপতি আয়নাল হোসেন, সহ-সভাপতি আব্দুল জলিল, নাভারণের সভাপতি ফারুক শিকদার রবি, সহ-সভাপতি সবুজ হোসেন, সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, নির্বাসখোলার সাধারণ সম্পাদক শওকত আলী, শংকরপুরের সভাপতি শিব্বির আহমেদ শাহীন, ছাত্রলীগ নেতা মেরাজ হোসেন মিঠু প্রমুখ।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে পাকা ধান নিয়ে বিপদে থাকা কৃষকের পাশে আছে স্বেচ্ছাসেবক লীগ। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ভাইয়ের আহ্বানে সাড়া দিয়ে এ কর্মসূচি পালন করা হলো। পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নে অতি অসহায় কৃষক খুঁজে আমাদের ধান কাটা কর্মসূচি চলবে।

এপ্রিল ৩০, ২০২৩ at ২১:০৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এআ/ইর