ভূঞাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছবি- সংগৃহীত।

টাঙ্গাইলের ভূঞাপুরে পানিতে ডুবে ফাতেমা নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী গ্রামে পুকুর পাড়ে খেলতে গিয়ে এ ঘটনা ঘটে। ফাতেমা ঐ গ্রামের আব্দুর রহিমের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী জহুরুল ইসলাম রানা জানান, শিশু ফাতেমা ও তার অপর এক শিশু মিলে বাড়ির পাশের ব্রিজের পাশের একটি পুকুর পাড়ে খেলতে যায়। এ সময় পরিবারের লোকজনের নজর এড়িয়ে শিশু ফাতেমা পানিতে ডুবে যায়।

পরে স্বজনরা পুকুর পাড়ে এসে দেখেন তার সঙ্গে শিশুটি কান্না করছে এবং ফাতেমা পানিতে ভেসে রয়েছে। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন :
> গাজীপুরে অসহায় পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন, ক্রীড়া সংগঠক রুবেল মন্ডল
> সাংবাদিক হেনস্তার ঘটনায় ক্ষমা চাইলেন বর্ষা

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। তবে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

এপ্রিল ২৪, ২০২৩ at ২১:১৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মাহা/সুরা