সাংবাদিক হেনস্তার ঘটনায় ক্ষমা চাইলেন বর্ষা

ছবি- সংগৃহীত।

ঈদে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে সেসব সিনেমা নিয়ে বেশি আলোচনা হচ্ছে তার মধ্যে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সিনেমা ‘কিল হিম’ অন্যতম। আর সিনেমার প্রচার প্রচারণার জন্যে মুক্তির আগে থেকেই সরব অনন্ত ও বর্ষা।

প্রচারণার অংশ হিসেবে সিনেমা মুক্তির পর থেকে প্রতিদিনই হল ভিজিটে যাচ্ছেন অনন্ত বর্ষা জুটি। আর তাদের সাথে দেখা করতে ও সিনেমা উপভোগ করতে হলে আসছেন দর্শকরাও। তবে সেখানে এসেই গণমাধ্যম-কর্মীরা অনন্ত জলিলের লোকদের হাতে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এবার সেই অভিযোগ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী বর্ষা। সোমবার আবারও তার সিনেমার হল ভিজিটে এলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বর্ষা বলেন, এ ঘটনার আমি এবং অনন্ত আমরা কিছুই জানি না।

আরো পড়ুন :
> চার দিনের সফরে মঙ্গলবার জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
> গাবতলীর দুর্গাহাটা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৬ ব্যাচের ঈদ পূর্ণমিলণী অনুষ্ঠীত

এমন কিছু যদি সত্যিই হয়ে থাকে তবে এটি আমাদের বিরোধীদের ষড়যন্ত্র হতে পারে।’ যারা হেনস্তার শিকার হয়েছেন তাদের কাছে ক্ষমা চেয়ে বর্ষা আরও বলেন, ‘গণমাধ্যমের ভাই-বোনদের সাথে যদি খারাপ কিছু হয়ে থাকে তাহলে আমি দুঃখিত।

সূত্র- সময় নিউজ।

এপ্রিল ২৪, ২০২৩ at ১৮:৩৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/সুরা