ঘোড়াঘাটে মাইক্রোবাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। দুর্ঘঘটনাটি ঘটেছে শুক্রবার (২১ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার রানীগঞ্জ সোনামুখী নামক স্থানে।

জানা গেছে, দিনাজপুর থেকে ঘোড়াঘাটগামী একটি মাইক্রোবাস রাত ৮ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের সোনামুখী নামক স্থানে পৌঁছালে একই বিপরীতমুখী একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস যাত্রী ঘোড়াঘাট পৌরসভা সদর এলাকার ছাদেকা (৪৮),সৈকত (২০) ও সোহাগ (২৫) সহ ৩ জন গুরুতর আহত হয়।

ঘোড়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ঘোড়াাঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে সৈকত ও সোহাগ এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আরো পড়ুন :
> কক্সবাজারে ভাসমান ট্রলার থেকে ১১ জনের মরদেহ উদ্ধার
> হঠাৎ কালবৈশাখী ঝড়ে রাঙ্গুনিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি

এ বিষয়ে ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির ও উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ নিরঞ্জন সরকার বিষয়টি নিশ্চত করেছেন।

এপ্রিল ২৩, ২০২৩ at ১৭:৫৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মাউআমা/সুরা