পোস্টার-ব্যানারের কারণে দ্রুত ছড়িয়েছে নিউ সুপার মার্কেটের আগুন

ছবি- সংগৃহীত।

আসন্ন ঈদুল ফিতরের পর ঢাকা নিউ সুপার মার্কেটটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বণিক সমিতির নির্বাচন । এ কারণে পুরো মার্কেটটি ছেঁয়ে ছিল নির্বাচনে প্রার্থী হওয়া নেতাদের ব্যানার ও ফেস্টুনে । এসব ব্যানার-ফেস্টুনের কারণে মার্কেটটিতে আগুন দ্রুত ছড়িয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর । এছাড়া ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, আগুনে প্রায় ৩০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে ।

শনিবার (১৫ এপ্রিল) রাতে নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন ফায়ার সার্ভিসের পরিচালক (উন্নয়ন ও প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম । এসময় তিনি সাংবাদিকদের এ তথ্য জানান ।

আরো পড়ুন :
> দূষিত শহরের তালিকায় ৪র্থ ঢাকা
> রাজাপুরে ১ কেজি গাজাসহ মাদক কারবারি আটক

তিনি বলেন, মার্কেটটির ফায়ার সেফটি সিস্টেম অত্যন্ত দুর্বল ছিল । ব্যবসায়ীরা সিটি করপোরেশন থেকে একটি দোকান বরাদ্দ নিয়ে করিডোরে আরও দু-তিনটি সাব-দোকান দিয়েছিলেন । যার কারণে করিডোরগুলো খুবই সংকীর্ণ । এতে আগুন দ্রুত এক দোকান থেকে আরেক দোকানে কাপড়ের মাধ্যমে ছড়িয়েছে । এছাড়া মার্কেটের ফলস ছাদ, ওপরের প্লাস্টিক আইটেম ও ব্যানার-পোস্টারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । এসব ব্যানার-ফেস্টুনের বিষয়ে আমাদের সতর্ক হওয়া দরকার । এগুলো পরিহার করার সময় এসেছে বলেও উল্লেখ করেন ফায়ার সার্ভিসের এ পরিচালক ।

তিনি বলেন, দুই তলা ও তিন তলার বেশিরভাগ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে । নির্দিষ্ট সংখ্যাটি সিটি কর্পোরেশন বলতে পারবে । আমরা ধারণা করছি ২৫০-৩০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে । আগুনে ফায়ার সার্ভিসের ২৪ জন সদস্য আহত হয়েছেন । তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন । তাদের বেশিরভাগের ধোঁয়ায় শ্বাসনালীতে সমস্যা হয়েছে ।

এপ্রিল ১৬, ২০২৩ at ১১:৪৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/সুরা