ডাকাতি করতে গিয়ে কারাগারে ৩ পুলিশ সদস্য

রাজধানীর বিমানবন্দর এলাকায় মধ্যরাতে ডাকাতি করতে গিয়ে থানা – পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন তিন কনস্টেবল । তাঁরা পিএমও শাখার মিরপুর বিভাগে কর্মরত ছিলেন বলে জানা গেছে ।

এই ঘটনায় বিমানবন্দর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছেন । গত ১ এপ্রিল রাত ১২টার দিকে ওই ঘটনা ঘটে বলে জানা গেছে ।
আরো পড়ুন :
>সিলেটে সন্ত্রাসীদের ছুরির আঘাতে সাংবাদিকের পুত্র আহত
>নাশকতার মামলায় জামায়াতের ৮ নেতা রিমান্ডে

গ্রেপ্তারকৃতরা হলেন রবিউল ব্যাপারী (২৭), মো. আজাদ (২৪) ও উজ্জ্বল চন্দ্র বর্মণ (২৫) । তাঁদের কাছ থেকে একটি হাতকড়া , লেজার লাইট ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে ।

আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার পরিদর্শক (অপারেশন) শফিকুল ইসলাম । তিনি বলেন , ডাকাতির প্রস্তুতিকালে তিন কনস্টেবলকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন , সংঘবদ্ধ ডাকাত চক্রের সঙ্গে তাঁদের ঘনিষ্ঠতা রয়েছে । অভিযানের সময় ডাকাত চক্রের কয়েকজন একটি মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায় ।

তিন পুলিশ কনস্টেবলসহ নয়জনের নাম উল্লেখ করে বিমানবন্দর থানায় মামলা হয় ।

এপ্রিল ০৮, ২০২৩ at ৩:৪৯:০০ (GMT+06)
দেশদর্পণ/ আক/মোরইম/ইর