নিজস্ব পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া শুরু করার জন্য উপাচার্যকে আহ্বান

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) গুচ্ছের বাইরে গিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া শুরু করার জন্য ইবি উপাচার্যকে আহ্বান জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সকল নীতিমালা নির্ধারনের জন্য ৪ঠা এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভা আহ্বানের করতে উপাচার্যের কাছে আজ বুধবার চিঠি দিবে শিক্ষক সমিতি। মঙ্গলবার (২৮ মার্চ) কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমিতি।

এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত এখনো বহাল আছে। উপাচার্যকে আগামী ৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভা আহ্বান করে কার্যক্রম শুরু করার জন্য চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমিতি। আমরা আগামীকাল বুধবার চিঠি দিবো।

আরো পড়ুন :
> সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
> পাপ মোচনে ঐতিহ্যবাহী অষ্টমীর স্নান করছেন পূণ্যার্থীরা

উল্লেখ্য, গত ১৯ মার্চ ইবির ১২৫ তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সর্বসম্মতভাবে গুচ্ছে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

মার্চ ২৯, ২০২৩ at ১২:৫৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/নাহো/সুরা