কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-১, আহত ২০

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ জন নিতহ, কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে যশোর -কালীগঞ্জ মহাসড়কের কেয়াবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুপারভাইজার কালীগঞ্জ হেলাই আব্দুল কাদেরের ছেলে ইব্রাহিম হোসেন মিজান (৩৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (যশোর-জ-১৪-০৯৯০) কালীগঞ্জের কেয়াবাগান তের পাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় বাসের প্রায় ২০ যাত্রী আহত হন। পরে জানাযায় যাত্রীবাহী বাসের সুপারভাইজার মারা গেছে।

আরো পড়ুন :
> অভয়নগর হাসপাতালে সিলিং ফ্যান খুলে পড়ে আহত -১
> ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে সিলেটে নানা অপরাধ করছে সরকার বিরোধী একটি চক্র

খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌছে তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। এবং এদের মধ্যে যাদের অবস্থা গুরুতর, তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। বারবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বাসটির চালক পালিয়ে গেছে। তবে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন।

মার্চ ২৪, ২০২৩ at ১৬:১৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/বেহুবি/সুরা