ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উদ্যোগে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার ।

ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ এর উদ্যোগে ১৯-০৩-২০২৩ তারিখ সকাল ১০.০০ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে “যাকাতের গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক জনাব মনিরা বেগম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার জনাব জাকারিয়া ইমরান, জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রথীন্দ্রনাথ রায়, কোটচাঁদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব শরীফুন্নেছা মিকিও উপজেলা নিবার্হী কর্মকর্তাগণসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার বিভিন্ন স্তরের যাকাতদাতাগণ।

আরো পড়ুন :
>> র‌্যাব-১৫ অভিযানে অপহৃত ২জন উদ্ধার
>> ডিবির হাতে ৪১০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ এর উপ-পরিচালক জনাব মোঃ আব্দুল হামিদ খান। সেমিনারে অংশগ্রহণকারী বক্তাগণ দারিদ্র্য বিমোচন দূরীকরণের জন্য যাকাতদাতাদের যাকাতের একটি অংশ “সরকারি যাকাত ফান্ড” শিরোনাম সোনালী ব্যাংক লিমিটেড হিসাবে সরাসরি জমা অথবা জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয় ও ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ জেলা কার্যালয়ে রশিদের মাধ্যমে যাকাত প্রদানের জন্য অনুরোধ করেন।

মার্চ ১৯, ২০২৩ at ১৬:৩৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/কালি/শাস