পাইকগাছায় ১৮০ জন ছাত্র-ছাত্রী ও বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২২ সালের বার্ষিক পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী ১৮০ জন ছাত্র-ছাত্রী ও বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার সকালে নতুন বাজার চান্নি চত্বরে ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট এর সার্বিক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টৈর প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ব্যাংকার প্রজিৎ কুমার রায়ের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ৭নং গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস,সাবেক শিক্ষক এস এম মোজাম্মেল হক,গদাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল চন্দ্র অধিকারী,ভোলানাথ শুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিব শংকর রায়,নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ।

আরো পড়ুন :
>> জাবিসাস এর সুবর্ণজয়ন্তী উদযাপন
>> গাবতলীর নারুয়ামালা ইউনিয়ন আ,লীগের দোয়া মাহফিল

সাবেক ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ এর পরিচালনায় ও ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টৈর সাধারণ সম্পাদক মিলন রায় চৌধুরীর তত্ত্বাবধানে এ সময় আরও উপস্থিত ছিলেন দুলাল চন্দ্র বিশ্বাস, প্রশান্ত কুমার সরকার, পীযূষ সাধু, মটবাটি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সুরঞ্জিত রায়, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান নান্টু,প্রধান শিক্ষক খালেদা খালেদা খাতুন,সুলেখা ঘোষ, মনিরুল ইসলাম, জিএম হারুন অর রশিদ সহ ১৮০ জন পুরস্কৃত ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

মার্চ ১৬, ২০২৩ at ১৯:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ইহ/শাস