নড়াইলে ৮ প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা

নড়াইলে নোংরা পরিবেশ, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে আট প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইলের লোহাগড়া উপজেলার বাতাসি, মানিকগঞ্জ, লোহাগড়া ও লক্ষীপাশা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন। ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক এই পরিচালনা করেন । অভিযানে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

আরো পড়ুন :
> গাবতলীতে আগুনে পুড়ে একটি পরিবার নিঃস্ব খোলা আকাশের নিচে বসবাস
> বিরামপুর কোচগ্রামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্ভোধন

জানা গেছে, অভিযানে মেসার্স নিউ যশোর ফুডকে ২০ হাজার টাকা, মেসার্স আতাউর স্টোরকে এক হাজার, মেসার্স মানিক স্টোরকে পাঁচ হাজার, মেসার্স ভাই ভাই স্টোরকে এক হাজার, মেসার্স মিথুন স্টোরকে পাঁচ হাজার, মেসার্স লোকনাথ বেকারি অ্যান্ড কনফেকশনারিকে দশ হাজার, মেসার্স অপূর্ব মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার, মেসার্স সাহা সুইটসকে পাঁচ হাজারসহ মোট ৫২ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

মার্চ ১৬, ২০২৩ at ১৭:৫৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শুস/মমেহা