সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে চেয়ারম্যান আলতাফ হোসেন!!

জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এলাকার উন্নয়নের জন্য ধান্দা ফিকির করার জন্য নয় বললেন ঝিনাইদহ সদর উপজেলার ২ নং মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন।গতকাল তার নিজ গ্রাম জিয়ালায় নামযজ্ঞ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।গত শনিবার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে জিয়ালা গ্রামের লুৎফর রহমানের সাথে উঠতি বয়সী কিছু ছেলেদের বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়।

বিষয়টি জানতে পেরে আমি উভয় পক্ষকে নিয়ে সোমবার সন্ধ্যায় জিয়ালা বাজারে আপোষ মিমাংসার জন্য সময় দিই।কিন্তু লুৎফর রহমান এবং তার লোকজন বিষয়টি নিয়ে রবিবার বিকাল ৪টার সময় ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে লুৎফর রহমান উল্লেখ করেন জিয়ালা গ্রামের রাজু,আশিক,শাওন,সেলিম,সাগর,উজ্জল,জিবন,তৌফিক,তোরিক,আরিক তাকে পথিমধ্য গতিরোধ করে মাথায় পিস্তল ঠেকাইয়া ৫,০০০০০/ লক্ষ টাকা দাবী করে ,না দিলে লুথফর রহমানকে প্রাননাশের হুমকি দেয় এবং এসবের নৈপথ্যে চেয়ারম্যান আলতাফ আছেন বলে তিনি মন্তব্য করেন।যা সম্পূর্ন মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন ।

আরো পড়ুন :
>পাবনায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা’র উদ্বোধন
>শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে নগ্নপদে রাবি শিক্ষকের প্রতিবাদ

আমি এই সাংবাদিক সম্মেলন এবং প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। চেয়ারম্যান আলতাফ হোসেন সাংবাদিকগণের আরও অবহিত করেন যে লুৎফর রহমান একজন উশৃংখল সমাজচ্যুত লোক তিনি সমাজের কোন লোকের সাথেই খাপ খাইয়ে চলতে পারেন না।লুৎফর রহমানের পরিবারের কারনেই গ্রামবাসী অতিষ্ঠ ।

তাছাড়া আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সাধুহাটি ইউনিয়নে কোন সন্ত্রাস ,চাদাঁবাজ মাদক কারবারি নাই।আমি জনগনের প্রত্যক্ষ ও পরোক্ষ ভোটে নির্বাচিত হয়েছি আমি ইউনিয়ন এবং জনগণের কল্যানে কাজ করে যেতে চাই।আমাকে নিয়ে মিথ্যাচার করে ষড়যন্ত্র করে কোন লাভ হবেনা।আপনারা সারা ইউনিয়ন ব্যাপী তদন্ত করেন যদি আমার বিরুদ্ধে কোনপ্রকার অভিযোগ থাকে আমি মাথা পেতে নিব।ঊপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।

মার্চ ১৪, ২০২৩ at ১৮:১৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/লিহে/মমেহা