শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে নগ্নপদে রাবি শিক্ষকের প্রতিবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করে নগ্নপায়ে এককঅবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতিবিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান।

আজ মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনের সংলগ্ন জোহা চত্বরে তিনি এই অবস্থান কর্মসূচি শুরু করেন৷ পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করেন। বেলা ১১টা পর্যন্ত সেখানে অবস্থান করেন তিনি।

অবস্থানের বিষয়ে অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা এখনো হাসপাতালের বিছানায় ছটফট করছে। তাদের মাথার ব্যান্ডেজ খোলা হয়নি, সেলাই এখনো কাটা হয়নি। এই অবস্থায় তারা ক্লাসে অংশগ্রহণ করতে পারে না। আমি তাদের প্রতি সমবেদনা জানিয়ে ক্লাস বর্জন করেছি।’

আরো পড়ুন :
>নাইটিংগের মেডিক্যাল কলেজ ৫২ শিক্ষার্থীর মাইগ্রেশনের দাবিতে আমরণ অনশন
>তরমুজের বাম্পার ফলন কৃষকের মুখে হাসির ঝিলিক

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের ওপর স্থানীয় সন্ত্রাসী ও পুলিশ ন্যক্কারজনক হামলা চালিয়েছে। এর প্রতিবাদ এখানে অবস্থান কর্মসূচি পালন করেছি। পুলিশের উপস্থিতিতে স্থানীয়দের হামলায় এবং পরবর্তীতে পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের এত শিক্ষার্থী আহত হলো এটি কোনোভাবেই কাম্য নয়। অভিভাবক হিসেবে দুঃখ প্রকাশ করছি কারণ আমরা তাদের নিরাপত্তা দিতে পারিনি।’

হামলাকারীদের শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, ‘শুরুতেই ঘটনাটি যে কারণেই ঘটুক না কেন, পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘ সময় পেয়েছে ঘটনাটি নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এর পরিণতি হয়েছে চরম ভয়াবহ। যারা এই হামলার সঙ্গে সম্পৃক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।’

এছাড়া দ্রুত হামলাকারীদের আইনের আওতায় নিয়ে আসার পাশাপাশি ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।উল্লেখ্য, বগুড়া থেকে মোহাম্মাদ নামের একটি বাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন এক ছাত্র। যাত্রাপথে ভাড়া নিয়ে তার সঙ্গে বাসের সুপারভাইজার ও হেলপারের বাগবিতণ্ডা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে বাসেট কাউন্টারে এসে বিষয়টি নিয়ে কথা বললে স্থানীয়দের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়।

মার্চ ১৪, ২০২৩ at ১৮:০৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আআ/মমেহা