উত্তরায় অস্ত্রের মুখে ব্যাংকের গাড়িতে ডাকাতি, সোয়া ১১ কোটি টাকা লুট

রাজধানীর উত্তরায় একটি বেসরকারি ব্যাংকের গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা অস্ত্রের মুখে সোয়া ১১ কোটি টাকা লুটে নিয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটি বুথে টাকা ঢোকাতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল। সশস্ত্র একটি চক্র গাড়িটি ঘিরে ধরে বুথে টাকা ঢোকানোর বাক্সটি নিয়ে যায়। ওই বাক্সে সোয়া ১১ কোটি টাকা ছিল বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

আরো পড়ুন :
>বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নির্বাচন নিয়ে ‘অস্থির হওয়ার কিছু নেই’
>দুমকিতে আগুনে পুড়ে ফার্স্টফুডের দোকান ছাই

তুরাগ থানা সূত্রে জানা গেছে, ঘটনার পর পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তুরাগ থানার ওসি মওদুদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাচ্ছিল। পথে সশস্ত্র অবস্থায় কিছু দুর্বত্ত অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পেয়েছি। আমরা টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

মার্চ ০৯, ২০২৩ at ১৮:০২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মরইমি/মমেহা