ফের করোনায় আক্রান্ত প্রতিমন্ত্রী পলক

ছবি- সংগৃহীত।

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি নিজে এ খবর জানান।

এদিন সকাল পৌনে আটটার দিকে পলক জানান, সোমবার মন্ত্রিপরিষদ সভা থাকায় রোববার করোনাার নমুনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। পরীক্ষায় করোনা পজিটিভ আসে তার। আর আক্রান্ত হওয়ার খবর জানতে পেরে বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন প্রতিমন্ত্রী।

ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী জানিয়েছেন, সোমবার মন্ত্রিপরিষদের সভা থাকায় রোববার (২৬ ফেব্রুয়ারি) করোনা পরীক্ষা করিয়েছিলেন। ফল পজিটিভ এসেছে, তাই বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন।

আরো পড়ুন:
>দলীয় সরকারের অধীনে নির্বাচন রুখে দেয়া হবে: মির্জা ফখরুল
>মেসির গোলে পিএসজির বড় জয়

পলক লেখেন, ‘গত কয়েকদিনে আমার সংস্পর্শে যারা ছিলেন, তাদের সবাইকে করোনার নমুনা পরীক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তিনি আরও বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন।

ফেব্রুয়ারি ২৭,২০২৩ at ১১:৩১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/এসআর