ভূঞাপুরে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক আয়োজন করা হয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা।শনিবার (২৫ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা।

আরো পড়ুন :
>ঘোড়াঘাট থানা পুলিমের পৃথক অভিযানে মা-ছেলে ৩ জন গ্রেফতার
>পাবনায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেল্লাল হোসেন। উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল(২) ভূঞাপুর-গোপালপুর এর সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেল্লাল হোসেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, ফলদা ইউপি চেয়ারম্যান দুদু মিয়া,অলোয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল হক আরজু, যুবলীগ নেতা পাকের আলী, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং গবাদি পশু খামারিরা উপস্থিত ছিলেন।

ফেব্রুয়ারি ২৫.২০২৩ at ১৭:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মহম/এমএইচ