পাইকগাছায় রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি, দুর্ভোগে এলাকাবাসী

খুলনার পাইকগাছার লস্কর ইউনিয়নের খড়িয়া ভড়েঙ্গারচক (খড়িয়া মিলন বিথী প্রাথমিক ও খড়িয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ) সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখে সড়ক পাকা করা হয়েছে। এতে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন হচ্ছে। তা ছাড়া বৈদ্যুতিক এ খুঁটি রাস্তার মাঝে হওয়ায় যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামবাসীর চলাচলের জন্য চার মাস আগে সড়কটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। সড়কটির মাঝখানে বৈদ্যুতিক খুঁটি থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পাইকগাছা পল্লীবিদ্যুৎ সমিতি জোনাল অফিসের ডিজিএম রেজাায়েত আলী বলেন খুঁটি সরানোর জন্য লিখিত কোনো আবেদন আমরা হাতে পায়নি।

আরো পড়ুন:
>শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত বিশ্বদ্যিালয় প্রাঙ্গণ
>ক্ষেতলাল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি নাদিম – সাধারণ সম্পাদক আলমগীর

নিয়ম মোতাবেক বিদ্যুতের খুঁটি সরানোর জন্য আবেদন করতে হয়। রাস্তা নির্মাণকাজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো আবেদন করেনি। লিখিতভাবে আবেদন করলে খুঁটি সরানোর ব্যবস্থা নেব। এ বিষয়ে পাইকগাছা উপজেলা প্রকৌশলী মো. হাফিজুর রহমান খাঁন বলেন বিষয়টি আমরা অবগত হয়েছি। অল্প সময়ে খুটিটি অপসারণের ব্যবস্থা নেয়া হবে।

ফেব্রুয়ারি ১৭.২০২৩ at ১৯:২৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/এসআর