আলাউদ্দীন খান আ. লীগের রাজনীতির সাথে নিবিড়ভাবে জড়িয়ে ছিলেন: অ্যাড. মনির

যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, আলাউদ্দীন খানের মত দলপাগল মানুষগুলো আওয়ামী লীগের ভীত শক্ত করেছে। বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আহবানে দেশ স্বাধীনের জন্য মুক্তিযুদ্ধ করেছে। স্বাধীনতার পরে আওয়ামী লীগের রাজনীতির সাথে নিবিড়ভাবে জড়িয়ে থেকেছেন।

হাটে-মাঠে-ঘাটে আওয়ামী লীগে ঢোল পিটিয়ে আওয়ামী লীগ টিকিয়ে রেখেছেন। আলাউদ্দীন খানের নেতৃত্বে বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগ সুগঠিত হয়েছে। এমন রাজনৈতিক নেতা আজকের দিয়ে আদর্শ হয়ে আছেন।
বৃহষ্পতিবার বিকালে যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়ার প্রাণপুরুষ, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ নেতা মরহুম আলাউদ্দীন খানের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাঁকড়া জে.কে মাধ্যমিক বিদ্যালয় হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ পত্নী ফারদিনা রহমান এ্যানি, মরহুমের স্ত্রী আছিয়া খান।

বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আনিস-উর রহমান, জেলা কৃষকলীগ নেতা আকবর হোসেন জাপানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার এনামুল কবীর, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মরহুমের বড় ছেলে মাস্টার হেলালউদ্দীন খান, মুক্তিযোদ্ধা গণেশ কুমার কুন্ডু, নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার আদম শফিউল্লাহ, আওয়ামী লীগ নেতা প্রধান শিক্ষক জিল্লুর রহমান ও আজহারুল ইসলাম।

আরো পড়ুন:
>রাণীশংকৈলে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
>ঘোড়াঘাটে নব নিযুক্ত শিক্ষকদের বরণ ও ওরিয়েন্টেশন

নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজল রায়হান, যুগ্নআহবায়ক শামসুজ্জোহা লোটাস, আওয়ামী লীগ নেতা তোফাজ্জেল হোসেন তোফা, প্রভাষক মোজাম্মেল হক, সাবেক ইউপি আব্দুল হক, শিক্ষিকা লুৎফুন্নেছা লতা, ইউপি সদস্য আতিয়ার রহমান, ইউপি সদস্য এরশাদ আলী, ইউপি সদস্য রেজাউল করিম, রুবিয়া খাতুন, চায়না খাতুন, যুবলীগ নেতা মিলন হোসেন সাদ্দাম, নুরুল হক, মাস্টার রকিবুল হাসান মিন্টু, প্রভাষক আসাদুজ্জামান, ছাত্রনেতা স্বদেশ রেজা, শাহী রিফাত প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কাশেম।

ফেব্রুয়ারি ১৬.২০২৩ at ১৯:২৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/এসআর