ঘোড়াঘাটে নব নিযুক্ত শিক্ষকদের বরণ ও ওরিয়েন্টেশন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিযুক্ত সহকারী শিক্ষকদের বরন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার সম্মেলন কক্ষে নবনিযুক্ত সহকারী শিক্ষকদের বরন করাহয়।

এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলমের সভাপতিত্বে ও কানাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহাইদুল ইসলামের সঞ্চালয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাফে খন্দকার সাহানশা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, উপজেলা ইউআরসি জয়দেব কুমার বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২২-শ্রেষ্ঠ সভাপতি সাংবাদিক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু। উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল হাই মন্ডল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির আইসিটি সম্পাদক ফারুক হোসেন, বিন্যাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন্নাহার তিন্নি,কালুপাড়া সরকারি প্রাথমিকবিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক আনিছুর রহমান।

আরো পড়ুন:
>দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
>বিরামপুরে জুয়া-খেলার অপরাধে আটক-৪

গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নিযুক্ত সহকারী শিক্ষিকা জেমি খাতুন, মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নিযুক্ত সহকারী শিক্ষক আব্দুল আলিম প্রমুখ। উপজেলার ৬৭ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৪টি বিদ্যালয়ের নবনিযুক্ত ৩৪ জন সহকারী শিক্ষকগনকে বরণ করে নেন প্রধান অতিথি ও অতিথি বৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষিাগণ।

ফেব্রুয়ারি ১৬.২০২৩ at ১৮:৪৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/ এসআর